প্রিয়তমা তোমাতে (Some Words to Priyotama By Gobinda Bairagi)

প্রিয়তমা তোমাতে

যদি কখোনো কষ্ট পাও তবে আমার কথা ভেবো,

তোমার কেশগুচ্ছের উপর দিয়ে এক মলিন বাতাস খেলে যাবে, তাতে মিশে থাকবে আমার ভালবাসা, যা তোমার কষ্ট কমিয়ে দেবে।


যদি কখোনো অন্ধকার আসে, আমার কথা ভেবো, আমার কাছে জমে থাকা তোমার চিরসবুজ ভালবাসা এক চিলতে রোদ্দুর এনে দেবে।


প্রিয়তমা, নিজেকে কখোনো একা ভেবো না, আমি আছি তোমার শিরায় শিরায় মিশে, তোমার হৃদয়ের মনিকোঠায় আজও তোমার অজান্তে আমার নাম উচ্চারিত হয়।


যদি কখোনো মনে হয়, এই অসহায় জীবনটি শুধু তোমার, তবে ফিরে এসো, আমি সেই ক্ষন এর অপেক্ষায় থাকবো তোমার পথ চেয়ে...


যদি না আসো তবে যায় যাক এভাবেই কেটে সারাটা জীবন ভালবেসে তোমাকেই...


 Contact With Gobinda Bairagi on Facebook 



অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনোকিছু নকল করা সাইবার অপরাধ।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

10 Things You Shouldn’t Care About If You Want To Become Successful