পোস্টগুলি

2012 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রিয়তমা তোমাতে (Some Words to Priyotama By Gobinda Bairagi)

ছবি
প্রিয়তমা তোমাতে যদি কখোনো কষ্ট পাও তবে আমার কথা ভেবো, তোমার কেশগুচ্ছের উপর দিয়ে এক মলিন বাতাস খেলে যাবে, তাতে মিশে থাকবে আমার ভালবাসা, যা তোমার কষ্ট কমিয়ে দেবে। যদি কখোনো অন্ধকার আসে, আমার কথা ভেবো, আমার কাছে জমে থাকা তোমার চিরসবুজ ভালবাসা এক চিলতে রোদ্দুর এনে দেবে। প্রিয়তমা, নিজেকে কখোনো একা ভেবো না, আমি আছি তোমার শিরায় শিরায় মিশে, তোমার হৃদয়ের মনিকোঠায় আজও তোমার অজান্তে আমার নাম উচ্চারিত হয়। যদি কখোনো মনে হয়, এই অসহায় জীবনটি শুধু তোমার, তবে ফিরে এসো, আমি সেই ক্ষন এর অপেক্ষায় থাকবো তোমার পথ চেয়ে... যদি না আসো তবে যায় যাক এভাবেই কেটে সারাটা জীবন ভালবেসে তোমাকেই...   Contact With Gobinda Bairagi on Facebook  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনোকিছু নকল করা সাইবার অপরাধ।

অস্থির চাঞ্চল্যতা (Bengali Poem By Gobinda Bairagi)

ছবি
অস্থির চাঞ্চল্যতা কেন এই হৃদয়ে অস্থির কম্পন কেন প্রান চাঞ্চল্যতা আজ বিষাদময় কোথায় কি হারিয়েছি কখন অশ্রুসিক্ত অক্ষি স্বপ্নহারা হয় ।। প্রশ্নেছি আজ তোমাকে উত্তর দাও অচেনা কোন বিষাক্ত সোহাগে              তুমি হাত বাড়াও ??     Contact With Gobinda Bairagi on Facebook  অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনোকিছু নকল করা সাইবার অপরাধ।

আমার জীবন কথা (Bengali Poem By Gobinda Bairagi)

আমার জীবন কথা জীবন পথে হাটতে চাওয়া আমার অপরাধ, আশিস নামে জড়ো হুওয়া গুচ্ছ অপবাদ আজ খাচ্ছে কুড়ে, মরছি ঘুরে, জীবন ফিরে পাবার আশায়! সেই আশাতে বাঁধছি বুক, খুঁজছি সুখ মিলবে পরকালে, ভাগ্য যদি বন্ধু হয় জন্ম-মৃত্যুর দিগন্ত রেখা পেরলে । জানি পেরিয়ে যাব হয়ত একদিন সকল কে পিছে ফেলে, চাও কি যেতে, আমার সাথে, আধার পেরিয়ে দুঃখ সরিয়ে নতুন কোন সকালে ? নতুন সূরয উঠবে সেথায়, কখনো ডুববে না, তুমি আমি ছাড়া সেথা কেউই থাকবে না। হ্যা, থাকবে সেথা সবুজ ঘাস, থাকবে নীলাকাশ থাকবে সেথায় পাপড়ি ভেজা স্বপ্ন একরাশ যা সত্যি হবে, রঙ্গীন ভাবে, প্রকৃতির দেওয়া রঙে প্রকৃতি মোদের বন্ধু হবে নতুন কোন ঢঙে।             চাইনা আর বেশি কিছু             শুধু থেকো আমার পাশে।। Connect With Gobinda Bairagi on Facebook অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনোকিছু নকল করা সাইবার অপরাধ।