JEEBON

জীবন

যেদিকে তাকাই, শুধুই হাহাকার।
কখনও গরীব মানিকের জোটেনি খাবার।
ছোটবেলা থেকে,
একথালা ভাত তারকাছে চাঁদ পাওয়ার মতো
এক অপূর্ন স্বপ্ন।
রাস্তার ধারের যে দোকানটার সামনে
শুয়ে সে প্রতিদিন একটা
আস্ত পাওরুটির স্বপ্ন দেখে,
সেই বাবুটা আজ
এক হেইয়া বড় গাড়ি কিনেছে,
আজ বোধয় দুটাকা চাইলে
গালাগালি দেবেন না।
কুকুরের সাথে বোধয় আজ তাকে
গুলিয়ে ফেলবেন না।
হাহ! সবই সার।
দিনশেষে কিছুই জোটেনি তার।



(চলবে)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

10 Things You Shouldn’t Care About If You Want To Become Successful

Top 10 Tourist Destinations in India