Aleya (A Bengali Poem By Gobinda Bairagi)
আলেয়া
♥ গোবিন্দ
বৈরাগী ♥
কেন ধোঁকা দাও
আজি আঁধার ঘন রাতে?
বলো কি পাও
আমার অসহায় কান্নাতে?
তুমি এত নিষ্ঠুর
বোঝনা স্বচ্ছ ভালবাসা।
আসো, মিলিয়ে যাও
বেদনাময় তোমার যাওয়া আসা।
যদি তুমি স্বপ্ন বেঁচো,
আমি কিনবো না আর।
তোমার সকল স্বপ্নে
যন্ত্রনা, আর ভীষণ আঁধার।
চাইনা তোমার বন্ধুত্ব,
আর এসোনা মোর বাড়ি।
তুমি হাসছ?
বলবো না কথা, যাও আড়ি।
Khb Sundar...
উত্তরমুছুন