পোস্টগুলি

জুন, ২০১৩ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Aleya (A Bengali Poem By Gobinda Bairagi)

  আ লে য়া ♥ গোবিন্দ বৈরাগী ♥ আলেয়া , কেন ধোঁকা দাও আজি আঁধার ঘন রাতে? আলেয়া , বলো কি পাও আমার অসহায় কান্নাতে? আলেয়া , তুমি এত নিষ্ঠুর বোঝনা স্বচ্ছ ভালবাসা। আলেয়া , আসো, মিলিয়ে যাও বেদনাময় তোমার যাওয়া আসা। আলেয়া , যদি তুমি স্বপ্ন বেঁচো, আমি কিনবো না আর। আলেয়া , তোমার সকল স্বপ্নে যন্ত্রনা, আর ভীষণ আঁধার। আলেয়া , চাইনা তোমার বন্ধুত্ব, আর এসোনা মোর বাড়ি। আলেয়া , তুমি হাসছ? বলবো না কথা, যাও আড়ি।