বন্ধু (A Bengali Poem By Gobinda Bairagi)
বন্ধু
এই
পৃথিবীতে তোমার মত
বন্ধু
বলো আর কোথায় হয়
থেকো
তুমি কাছাকাছি
যেন
সর্বদা খুঁজে পাই।
সুখের
বন্ধু হয় সকলেই
দুঃখে
মেলেনা যে মিত্র
সুখে
দুঃখে থেকেছ পাশে
তুমি
সর্বদা, সর্বত্র।
আশারাখি
সুখে দুখে
থাকবে
পাশে চিরদিন
থাকলে
তুমি ভরসা পাব
এজীবন
যতই হোক বেরঙিন।
তবুও
জানি ভূলে যাবে আমায়
থাকবে
না মনে চিরদিনই
তোমার
কাছে আমাকে যে
জানি
করলে চিরঋণী।
দুঃখের
ধণী করে ঈশ্বর
এই
ধরনীতে পাঠালেন আমায়
বলো
জেনে বুঝে কেমনে
এর
ভাগী করি তোমায় ?
সেই
মনে পড়ে
আখি
ছলছল করে
বুক
ভরে ব্যাথায়
কিছু
বলেছিলে আমায় ?
হয়ত
তুমি ভূলে যাবে
মনে
নাহি রবে
তবু
মনে মোর থাকবে
কী
বলেছিলে কোথায় কবে।
আমায়
দেখে ভাগ্য তার
ফেরায়
মুখ, করে বিকৃতি
তাই
হয়ত তোমায় আজ
ঈশ্বর
দিলেন না স্বীকৃতি।
জীবনের
পথে উচ্ছিষ্ট আমি
মন
মোর ভাঙা আয়না
দুঃখ
ব্যথা বোঝে সবই
কেন
তবু করে বায়না।
ভাল
থেকো সারাজীবন
আশা
কে করে আকর্ষ
এখানেই
এবার ইতি করি
জানাই
শুভ নববর্ষ।।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন