তোমার তরে (A Bengali Poem By Gobinda Bairagi)
তোমার তরে বৃষ্টির ফোটা দেব তোমায়, প্রেম ভেবে নিও। প্রেম শ্রাবনে ভাসাব তোমায়, লজ্জা পেলেও চেও। তোমার আশা, চোখের ভাষা, যদিও বুঝতে পারি; তবুও যেন জেতাতে তোমায় বারেবার আমি হারি। সিক্ত তোমার ওষ্ঠ দ্বয় সিক্ত প্রেমের জলে; সিক্ত তোমার হৃদয় খানি আখি যায় বলে। আপন মনে চোখের পলক যখন ওঠে আর নামে বক্ষ মাঝে হৃদয় যেন কিছু বলতে গিয়েও থামে।