পোস্টগুলি

2013 থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

Aleya (A Bengali Poem By Gobinda Bairagi)

  আ লে য়া ♥ গোবিন্দ বৈরাগী ♥ আলেয়া , কেন ধোঁকা দাও আজি আঁধার ঘন রাতে? আলেয়া , বলো কি পাও আমার অসহায় কান্নাতে? আলেয়া , তুমি এত নিষ্ঠুর বোঝনা স্বচ্ছ ভালবাসা। আলেয়া , আসো, মিলিয়ে যাও বেদনাময় তোমার যাওয়া আসা। আলেয়া , যদি তুমি স্বপ্ন বেঁচো, আমি কিনবো না আর। আলেয়া , তোমার সকল স্বপ্নে যন্ত্রনা, আর ভীষণ আঁধার। আলেয়া , চাইনা তোমার বন্ধুত্ব, আর এসোনা মোর বাড়ি। আলেয়া , তুমি হাসছ? বলবো না কথা, যাও আড়ি।

তোমার তরে (A Bengali Poem By Gobinda Bairagi)

তোমার তরে বৃষ্টির ফোটা দেব তোমায়, প্রেম ভেবে নিও। প্রেম শ্রাবনে ভাসাব তোমায়, লজ্জা পেলেও চেও। তোমার আশা, চোখের ভাষা, যদিও বুঝতে পারি; তবুও যেন জেতাতে তোমায় বারেবার আমি হারি। সিক্ত তোমার ওষ্ঠ দ্বয় সিক্ত প্রেমের জলে; সিক্ত তোমার হৃদয় খানি আখি যায় বলে। আপন মনে চোখের পলক যখন ওঠে আর নামে বক্ষ মাঝে হৃদয় যেন কিছু বলতে গিয়েও থামে।

বন্ধু (A Bengali Poem By Gobinda Bairagi)

ছবি
বন্ধু এই পৃথিবীতে তোমার মত বন্ধু বলো আর কোথায় হয় থেকো তুমি কাছাকাছি যেন সর্বদা খুঁজে পাই। সুখের বন্ধু হয় সকলেই দুঃখে মেলেনা যে মিত্র সুখে দুঃখে থেকেছ পাশে তুমি সর্বদা, সর্বত্র। আশারাখি সুখে দুখে থাকবে পাশে চিরদিন থাকলে তুমি ভরসা পাব এজীবন যতই হোক বেরঙিন। তবুও জানি ভূলে যাবে আমায় থাকবে না মনে চিরদিনই তোমার কাছে আমাকে যে জানি করলে চিরঋণী। দুঃখের ধণী করে ঈশ্বর এই ধরনীতে পাঠালেন আমায় বলো জেনে বুঝে কেমনে এর ভাগী করি তোমায় ? সেই মনে পড়ে আখি ছলছল করে বুক ভরে ব্যাথায় কিছু বলেছিলে আমায় ? হয়ত তুমি ভূলে যাবে মনে নাহি রবে তবু মনে মোর থাকবে কী বলেছিলে কোথায় কবে। আমায় দেখে ভাগ্য তার ফেরায় মুখ, করে বিকৃতি তাই হয়ত তোমায় আজ ঈশ্বর দিলেন না স্বীকৃতি। জীবনের পথে উচ্ছিষ্ট আমি মন মোর ভাঙা আয়না দুঃখ ব্যথা বোঝে সবই কেন তবু করে বায়না। ভাল থেকো সারাজীবন আশা কে করে আকর্ষ এখানেই এবার ইতি করি জানাই শুভ নববর্ষ।।